শেখ হাসিনার সুনজরে লালমোহন-তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে–এমপি শাওন


নুরুল আমিন, লালমোহন, ভোলা:
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারে এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে ভোলার লালমোহনে উঠান বৈঠক শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠকের অংশ হিসেবে ২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামে যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভোলা-৩ আসন ছিল সবচেয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা। ২৩ বছর এখানে বিএনপির মেজর হাফিজ এমপি থেকে কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়র আসার পর জননেত্রি শেখ হাসিনা এই এলাকার প্রতি বিশেষ দৃষ্টি দেন। শেখ হাসিনার সুনজরের কারণে লালমোহন ও তজুমদ্দিনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উঠান বৈঠকে গেস্ট অব অনার হিসেবে এমপি শাওনের সহধর্মিনী ফারজানা চৌধুরী রত্না বলেন, নুরুন্নবী চৌধুরী শাওন এই এলাকার মানুষ। তিনি এই এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মানুষের ভরসার কেন্দ্র হয়ে উঠেছেন। যে-কোনো দুর্যোগে তিনি সবসময় পাশে থাকেন। এলাকার অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়েছে।
পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, শাহজামাল দুলাল, ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুমসহ আরো অনেকে।

Categories Uncategorised

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close